Sunday, February 12, 2006

বাসন্তী কবিতা


এখানে বাসন্তী রোদ
বাসন্তী হাওয়ার পিঠে ভেসে
আমাকে জানায়
বড় উচ্চকিত স্বরে, দ্যাখো বসন্ত বাহিরে।

বসন্তরঙিন আলো পথে পথে মানুষের চোখে
আকাশে ঘুড়িরা হাসে, মাটিতে চুড়ির মেলা ঠেলে
বসন্তে রঙিন সব মানুষেরা ভাসে,
আর মেখে নেয়,
এ শরীরে,
বসন্তের আলো, তার প্রতিশ্রুত বিরল আশ্বাস

আমাদের পানশালা, বসন্ত প্রথম দিনে,
আলোতে রঙেতে গলে পৃথিবীর সাথে মিশে যায়।No comments: