Tuesday, September 05, 2006

বোকাদের পদ্য : বৃষ্টি এপ্রিলে


[উৎসর্গ : সু-কে]


হঠাৎ হাওয়ার সাথে শিল
আর জল, খিলখিল
আর অন্ধকার, দূরে ঘরে মোমবাতি জ্বলে
হুড়োহুড়ি
বারান্দায় শুকনো হবে, এই ভরসায় ঝোলা প্যান্ট
ধরে টানি
ঘরে আনি
অন্ধকার, বৃষ্টির এপ্রিল।

জানালা ... কপাট নেই, হড়কে তাকে বন্ধ করে ভাবি
কোন চাবি
যদি হারাই, তাহলে এই বৃষ্টির এপ্রিল
বন্দী করে রাখে যদি ধরে রেখে বর্ষণের খিল ...
অন্ধকার ঘরে কেউ মোম জ্বালে, গুটিক স্বজন
অস্ফূটে উল্লাস করে বৃষ্টি ছিলো বড় প্রয়োজন।

চৈত্রের উত্তাপে আগে ঘেমে নেয়ে সকলে অস্থির
বৃষ্টির এপ্রিল ... নাকি এপ্রিলে বৃষ্টি
তাতে জল ঢালে, জলের শরীর
নির্ভাষ প্রতিজ্ঞা করে,
এবার এপ্রিল শুধু বৃষ্টি আর বৃষ্টির উদ্যান
সে আশ্বাসে মোম গলে, মোম জ্বলে
অন্ধকার ভেঙে খান খান

দরজারও মুখে ভাসে বিষণ্নতা, বন্ধ কপাট
অন্ধকার ঘিরে রাখে, চারপাশে বৃষ্টির এপ্রিল
নাকি এপ্রিলের বৃষ্টি
তারা বেড়ে ওঠে, বাড়ে তিলতিল

কয়েকটি উৎফুল্ল স্বর আবারো উল্লাস করে, গায়
একা লাগে, এপ্রিলের বৃষ্টি শুধু একাকী লাগায়।

(রচনাকাল : এপ্রিল ০৫, ২০০৬)

No comments: