Tuesday, September 05, 2006

নাম নেই


যুদ্ধ,
তুমি আমার দুয়ারে
পা রেখেছো বলে, দ্যাখো, যীশু তার বিদ্ধ হাত তুলে
আমার যন্ত্রণাকে বুকে নিয়ে হেসে ওঠে, আর
আমার প্রিয়ার চোখে বাসা বাঁধা সব ঘুঘু সীমান্তে মিছিল বোনে,
ফুলেরা কাঁটার ভিড়ে বিরলে হারায়,
আর আমার ভাইয়ের হাতে আয়ুরেখা মিথ্যে হয়ে যায়।

(রচনাকাল : জুন ১৪, ২০০৩)

No comments: