Tuesday, December 19, 2006

ঠিকানা

সোজা পথ যেখানেই বাঁকা হওয়া শুরু করেছিলো
যেখানে আকাশ এসে শিমুলের লাল ছুঁয়েছিলো
সেখানে দাঁড়িয়ে যদি তোমার ঐ চোখ ডানে ফেলে
তোমার ভুরুর বাঁকে এসে ফের ডাইনে তাকালে
তোমার ঊরুর মতো দ্বিধাভরা পথ দুইদিকে
চলে গেছে, সেই মোড়ে দাঁড়ালে ক্রোশেক তার থেকে
যেখানে বিকেলে আলো তোমার ঠোঁটের রং নিয়ে
সাজে, সেই পথে ধরো নাক বরাবর চলে গিয়ে
তোমার বুকের মতো ভারি আর গম্ভীর মেঘে
সেখানে দিগন্ত আছে পথের শেষের সাথে লেগে
চলার পথেই নামে তোমার চুলের মতো রাত
তোমার হাসির মতো জ্যোছনার অভিসম্পাত
তোমারই নাভির মতো ছোট্ট অগভীর সরোবরে
পদ্ম ফোটা, তার পাশে চলে গেলে পথটুকু ধরে
পথের পাশেই পড়বে আমার এ সামান্য ঠিকানা
সব তুমি চেনো, জানো, বলো, তুমি তবু আসবে না?

No comments: