Thursday, June 06, 2013

বোকাদের পদ্য ০৬৭

আমার শেষ বিকেলের গান
তুমি এক পা ভাঙা চড়ুই আমার মধ্যরাতের মদ
আমার চলতে পথে হঠাৎ ঝিলিক রোদ
রাতে শিয়র ঘেঁষে বৃষ্টি করাঘাত
আমার শুন্য ঝোলায় হঠাৎ পুঁতির মালা
তুমি একলা সাঁঝে নিবিড় হয়ে বাজো
তোমায় কেউ শোনে না একলা আমি ছাড়া
তুমি বেভুল চরণ ভুল খেয়ালের সুর
তোমায় যেমন খুশি তেমন লয়ে গাই
আমার সন্ধ্যাভাঙা প্রথম অন্ধকার
আমার শেষ বিকেলের পথ ভোলানো গান
তুমি
অচেনা পথ
সুড়কি ভাঙা সিঁড়ি
তুমি ঘর না ফেরার আচমকা আহ্বান।